কয়েক ঘণ্টা পরেই শুরু হবে ভারত-পাকিস্তান মহারণ। এই ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, লড়াইয়ের আবহ। সাবেক কিংবা বর্তমান ক্রিকেটাররাও মাতেন নিজেদের দলকে এগিয়ে রাখার লড়াইয়ে। তবে এখানে ব্যতিক্রম ওয়াসিম আকরাম। ভারত-পাকিস্তান ম্যাচে তিনি এগিয়ে রাখছেন বিরাট কোহলিদের।
বড় ম্যাচ দিয়ে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে নানা ভবিষ্যদ্বাণী করা। কে জিততে পারে? কী কী কারণে জিততে পারে? এমনই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে।
এবার ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে নিজের ধারনা স্পষ্ট করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। তিনি জানিয়ে দিলেন, এদিনের ম্যাচে এগিয়ে ভারত। তার মতে বিরাট কোহলিরা এদিনের ম্যাচে পাকিস্তানের তুলনায় ২০ শতাংশ এগিয়ে রয়েছে। তবে আকরামের মতে ম্যাচে টসটা হবে গুরুত্বপূর্ণ
ম্যাচের আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এই ম্যাচে ফেভারিট হলো ভারত। বলতে পারেন এদিনের ম্যাচে ভারত ৬০-৪০ শতাংশ এগিয়ে থাকবে। কিন্তু দুবাইয়ের পিচে বর্তমানে বেশ বাউন্স দেখা যাচ্ছে। আমার মনে হয় টসটা বড় ভূমিকা পালন করতে পারে।’
কেন ভারতকে এগিয়ে রাখছেন ওই ব্যাখ্যা দিয়েছেন আকরাম, ‘বলতে পারি ভারত বিশ্বকাপে তাদের দারুণ ব্যাটিং শক্তি নিয়ে মাঠে নামবে। তাদের কাছে বিরাট কোহলির মতো উচ্চমানের ব্যাটসম্যান রয়েছেন, যিনি আবার দলের অধিনায়ক। তাদের কাছে বেশ কিছু ভালো বোলার আছে এবং তাদের ফিল্ডিং ও ভালো। তবে আমি বিশ্বাস করি, পাকিস্তান তাদের একটা লড়াই দেবে, নিজেদের যোগ্যতা বোঝাবে।’
বিএসডি/এসএসএ