খেলাধূলা প্রতিনিধি:
অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনটা প্রায় ধুয়ে গিয়েছিল বৃষ্টিতে। কিন্তু পঞ্চম দিন উত্তেজনা ছড়িয়েছে বেশ ভালোই। ১ উইকেটে ২১৭ রান নিয়ে পঞ্চম দিন শুরু করা ইংল্যান্ড নিজেদের সংগ্রহকে নিয়ে গিয়েছিল ৩৪৯–এ। ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছিল ২৮৬। ৬৭ রানে ৪ উইকেট ফেলে দিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত ইংলিশরা জিততে পারেনি। এনক্রুমা বোনারের ১৩৮ বলে ৩৮ আর জেসন হোল্ডারের ১০১ বলে ৩৭ রানের দুটি অপরাজিত ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে রক্ষা করেছে। উত্তাপ ছড়িয়েও অ্যান্টিগার সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়েছে। এ নিয়ে ৪২ বছর অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে কোনো টেস্ট হারেনি ওয়েস্ট ইন্ডিজ।
পঞ্চম দিন জো রুট পেয়েছেন শতকের দেখা। এটি টেস্টে তাঁর ২৪তম শতক। তিনি এখন ইংল্যান্ডের হয়ে টেস্টে সবচেয়ে বেশি শতরান করা ক্রিকেটারদের তালিকার দ্বিতীয় স্থানে। ২০৪ বল খেলে ১০৯ রান করেন রুট। অ্যান্টিগার উইকেটে বল নিচু হয়ে আসছিল। ধীরগতির ব্যাপারটি তো ছিলই। মাত্র ৬টি বাউন্ডারিতে গড়া ছিল তাঁর ইনিংস। আগের দিন জ্যাক ক্রলি শতরান করেছিলেন ২১৬ বলে ১৬টি বাউন্ডারি মেরে। তবে জো রুটকে পঞ্চম দিন দারুণ সহায়তা করেছেন ড্যান লরেন্স। ৩৬ বলে ৩৭ রান করে তিনি ইংল্যান্ডের লিড বাড়িয়ে নেন।
শেষ দুই সেশন হাতে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ভালোই চ্যালেঞ্জ ছুড়েছিল ইংল্যান্ড। তবে জন ক্যাম্পবেল ও ক্রেইগ ব্রাফেট ইংলিশ বোলিং সামাল দিয়েছেন ভালোই। ২৫.১ ওভারে এই দুজনের ৫৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন বেন স্টোকস। এলবিডব্লু করেন তিনি ব্রাফেটকে। স্কোরবোর্ডে আর কোনো রান যোগ হওয়ার আগেই ফিরে যান জন ক্যাম্পবেলও। তাঁকে ক্রেগ ওভারটনের ক্যাচ বানিয়ে ফেরান জ্যাক লিচ। ৬৫ রানের মাথায় জ্যাক লিচের বলেই আউট হন সামরাহ ব্রুকস। ২ রান যোগ করতেই ফেরেন জার্মেই ব্ল্যাকউড সেই লিচের বলেই এলবিডব্লু হয়ে। আশা জেগে উঠেছিল ইংল্যান্ডের টেস্টটা জেতার। কিন্তু বোনার আর হোল্ডারের ২১৫ বলে ৮০ রানের জুটিতে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট বাঁচাতে পারে।
বিএসডি/ এমআর