খেলাধূলা প্রতিনিধি:
পান্ডিয়া ১২ বল খেলে ২৪ রান করে দলীয় ৯৪ রানের সময় আউট হলেও বাকি পথটা দীনেশ কার্তিককে নিয়ে পাড়ি দিতে সমস্যা হয়নি হুদার।
৯.২ ওভারেই আয়ারল্যান্ডের লক্ষ্য ছাড়িয়ে যায় ভারত। হুদা ২৯ বলে ৪৭ রান করে অপরাজিত ছিলেন। ৬টি চার ও ২টি ছক্কা ছিল ১৬২ স্ট্রাইক রেটের ইনিংসে। দুই উইকেট নেওয়া ইয়াং ছিলেন আইরিশদের সেরা বোলার।
এর আগে আইরিশদের ব্যাটিংয়ের শুরুটাও প্রত্যাশামত হয়নি। দলীয় ৬ রানেই অধিনায়ক অ্যান্ডি বালবার্নি ও পল স্টার্লিং আউট হন। ২২ রানের মাথায় গ্যারেথ ডিলানিকেও হারায় তারা। সেখান থেকে আইরিশদের প্রতিযোগিতায় ফেরান হ্যারি টেক্টর। ৩৩ বল খেলে ৬৪ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। ৬টি চার ও ৩টি ছক্কা ছিল তাঁর ইনিংসে। ১৯৩ স্ট্রাইক রেটের ওই ইনিংসে ভর করে ৪ উইকেটে ১০৮ রান তোলে আয়ারল্যান্ড।
ভারতের হয়ে ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, পান্ডিয়া, আবেশ খান ও যুজবেন্দ্র চাহাল। টি-টোয়েন্টি অভিষেকটা অবশ্য ভুলে যাওয়ার মতোই হয়েছে উমরান মালিকের। ১ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে উইকেটশূন্য থেকেছেন আইপিএলে গতির ঝড় তুলে আলোচনায় আসা এ ফাস্ট বোলার।
৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে ১ উইকেট নেওয়া চাহাল হয়েছেন ম্যাচসেরা। সিরিজের দ্বিতীয় ম্যাচ সোমবার।
বিএসডি/ এমআর