নিজস্ব প্রতিনিধি,
নিত্যপ্রয়োজনীয় সবজিসহ কাঁচাবাজার কিনতেও বেরিয়েছেন অনেকে। যন্ত্রচালিত যানবাহন ও গণপরিবহন বন্ধ থাকায় সবারই ভরসা রিকশা। লকডাউন ও বৃষ্টির সুযোগে ভাড়াও নিচ্ছেন বেশি।
মঙ্গলবার (২৭ জুলাই) সরেজমিন এমন চিত্র দেখা গেছে বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা, কাজীর দেউড়িসহ প্রায় প্রতিটি মোড়ে। সোমবার ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩১০ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত ও ১৮ জনের মৃত্যুর খবরে বেশিরভাগ যাত্রী, পথচারীর মধ্যে ছিল শঙ্কা। তবে মাস্ক না পরা উদাসীন মানুষের সংখ্যাও কম ছিল না।
কঠোর লকডাউন কার্যকরে নগর ও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসন, বিআরটিএ, সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। সিটি করপোরেশন এলাকায় সিএনজি অটোরিকশাযোগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সচেতনতামূলক মাইকিং করতে দেখা গেছে।
বিএসডি/আইপি