নিজস্ব প্রতিবেদক,
করোনায় ক্ষতিগ্রস্ত গরিব, দুস্থ ও অসহায় এক হাজার মানুষকে মানবিক সহায়তা দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গত ২৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত পাঁচ দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ও রাজধানীর নাখালপাড়া, কড়াইল এবং আগারগাঁও এলাকায় বিএসইসির পক্ষ থেকে খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল, চিনি ও লবণ) বিতরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।
বিএসইসির তথ্যমতে, কর্মসূচির আওতায় গত ২৭ অগাস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ক্যাম্পাসের কর্মহীন দোকানদার, রিকশাচালক, ডাইনিং ও ক্যান্টিনের কর্মচারীসহ ২০০ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
পর দিন রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সামনের ২০০ দরিদ্র ব্যক্তি ও ঢাকা জেলা প্রশাসকের হাতে ২০০ ব্যক্তির খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।
২৯ আগস্ট নাখালপাড়ায় ২০০ জন, ৩০ আগস্ট কড়াইলের শহীদ রুমী স্মৃতি পাঠাগার সংলগ্ন এলাকায় ১০০ জন এবং ৩১ আগস্ট আগারগাঁও এলাকায় দরিদ্র অসহায় ১০০ পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে।
বিএসডি/আইপি