আন্তজার্তিক ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রমণ চিকিৎসায় খাওয়ার ওষুধ হিসেবে একটি ট্যাবলেটের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার ওষুধটির উন্নয়নকারী প্রতিষ্ঠান ইসরায়েলের ওরামেদ ফার্মাসিউটিক্যাল এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওরাভ্যাক্স মেডিকেলের অঙ্গপ্রতিষ্ঠানটি একটি খাওয়ার টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য রোগীদের নিবন্ধন শুরু করেছে।
প্রতিষ্ঠানটি বলেছে, ‘ওষুধটির জন্য কোনো পেশাদার চিকিৎসকের জন্য প্রয়োজন নেই। এর সঙ্গে টিকার সংশ্লিষ্টতা না থাকায় সম্ভাব্য গ্রহীতাদের কাছে এটি অনেক বেশি প্রত্যাশিত।’
উন্নয়নশীল দেশগুলোর জন্য করোনার চিকিৎসায় খাওয়ার টিকা বা সেবনের ওষুধ অনেক বেশি আকর্ষনীয়। কারণ টিকা দেওয়ার জন্য যে কারিগরি সহযোগিতার প্রয়োজন হয়, ট্যাবলেট বা ক্যাপসুল বিতরনের ক্ষেত্রে তার প্রয়োজন নেই। আবার টিকা নিতে অনাগ্রহী উন্নত দেশগুলোর নাগরিকদের বেলায় এটি ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে।
বিএসডি/এসএসএ