নিজস্ব প্রতিনিধি
দেশে বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলের পর থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ২১৬ জন কর্মকর্তা-কর্মচারী এই মরণব্যাধিতে আক্রান্ত হয়েছেন।
ইসির সিনিয়র সহকারী সচিব রুহুল আমিন মল্লিক শনিবার (১৪ আগস্ট) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ নিয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ২১৬ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১২৯ জন। এ ছাড়া বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন ৫৮ জন। আর ১৯ জন কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
সবশেষ খবর অনুযায়ী সংক্রামক ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ ১০ জন কর্মকর্তা-কর্মচারী মারা গেছেন বলেও জানিয়েছেন ইসির এই কর্মকর্তা।
মহামারির সংক্রমণ তাণ্ডবের মাঝে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু রাখে নির্বাচন কমিশন। আর এই সেবা দিতে গিয়ে অনেক কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হচ্ছেন বলেও দাবি করেছেন ইসিতে কর্মরতরা।
বিএসডি/এমএম