বর্তমান সময় ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন পাঁচজন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জনে। আর মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১২২ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৩ হাজার ৮৬২ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন।
এদিকে শনিবার দৈনিক বুলেটিন আসার আগেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশে প্রথম করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত দুজন রোগী শনাক্ত হওয়ার খবর জানান। আক্রান্ত দুজনই জিম্বাবুয়ে সফর করে আসা নারী ক্রিকেটার।
বিএসডি/ এলএল