সংবাদ সম্মেলনে তালেবানের এই মুখপাত্র বলেন, ‘নারীদের সঙ্গে কীভাবে আচার-ব্যবহার করতে হবে, সে বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত নয় আমাদের নিরাপত্তারক্ষীরা। তাদের অনেকেই নারীদের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, তাও জানে না। যতক্ষণ না নিরাপত্তার বিষয়টি পুরোপুরি নিশ্চিত করতে পারছি, আমরা নারীদের ঘরে থাকার জন্য নির্দেশ দিয়েছি।’
সংবাদ সম্মেলনে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বিশৃঙ্খল পরিস্থিতির কথা উল্লেখ করে আফগান নাগরিকদের সেখানে ভিড় না করতে বলেন জাবিউল্লাহ মুজাহিদ। দেশ ত্যাগ করতে চাওয়া এসব লোককে আফগানিস্তানের প্রয়োজন বলে জানান তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র আফগানদের দেশ ছাড়তে আগ্রহী করে তুলছে।
তালেবানের হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ যাওয়ার পর হুমকির মুখে দেশত্যাগে মরিয়া হয়ে ওঠে অনেক আফগান। তারপর থেকে কাবুল বিমানবন্দরে ভিড় করে হাজার হাজার মানুষ। কাবুল বিমানবন্দর থেকে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।
বিএসডি/এএ