স্পোর্টস ডেস্ক:
এক ম্যাচ হাতে রেখেই কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। ঘরের মাঠে এস্তোনিয়াকে ৩-১ গোলে পরাজিত করেছে তারা।
ম্যাচের ১১ মিনিটে প্রথম গোলটি করেন ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ড ক্রিস্টিয়ান বেনতেকে।এরপর বেশকিছু গোলের সুযোগ নষ্ট করে বেলজিয়াম।
দ্বিতীয়ার্ধের ৮ম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরোলো শটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ানিক কারাসকো। ৭০ মিনিট এরিক সোর্গোর দেয়া একটি গোল হজম করতে হয় স্বাগতিকদের। এর চার মিনিট পরেই ব্রুইনের ক্রস থেকে দলের তৃতীয় গোলটি করেন তোরগান আজার। ৭ ম্যাচে ৬ জয় ও এক ড্র নিয়ে গ্রুপের শীর্ষে আছে বেলজিয়াম।
অন্যদিকে, বাছাই পর্বের এক ম্যাচ হাতে রেখে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ফ্রান্সও। কাজাখস্তানকে ৮-০ গোলে বিদ্ধস্ত করেছে বিশ্বচ্যাম্পিয়নরা।
এই ম্যাচে ৪টি গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ৬৩ বছর পর ফ্রান্সের হয়ে এক ম্যাচে একাই চার গোল করার কীর্তি গড়েন এমবাপ্পে। ম্যাচের ৬ মিনিটের মাথায় এরন-দেজকের কাট ব্যাকে বল পেয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান এমবাপ্পে। ১২ মিনিটে আরও একটি গোল হজম করে কাজাখস্তান।
ম্যাচের ৩২ মিনিটে ডান দিকের ক্রস থেকে হেড করে একটি ও নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে ৪র্থ গোল পূর্ণ করেন এমবাপ্পে।
এদিকে দুটি গোল করেছেন কারিম বেনজেমা। সমান ১টি করে গোল করেন রাভিও এবং গ্রিজম্যান। এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে দিদিয়ে দেশমের দল।
বিএসডি/এসএসএ