আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে। কাবুলের খাইর খানা এলাকার শামতালায় অবস্থিত ওই কেন্দ্রটি।
বৃহস্পতিবার সন্ধ্যার পর এই হামলা হয়েছে জানিয়েছে আফগানিস্তানভিত্তিক বার্তাসংস্থা আমাজ নিউজ এজেন্সি। হামলায় এখন পর্যন্ত নিহত বা আহতের কোনো খবর পাওয়া যায়নি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাও জানা যায়নি।
আফগানিস্তানের কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি।
চলতি বছর এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে অস্থিরতা শুরু হয় আফগানিস্তানে। কারণ, বাইডেন ওই ঘোষণা দেওয়ার এক মাসের মধ্যে আফগানিস্তান দখলের অভিযান শুরু করে তালেবান বাহিনী।
মাত্র তিন মাসের মধ্যে আফগানিস্তানের ৩৪ টি প্রদেশের মধ্যে ৩৩ টি নিজেদের দখলে এনে গত ১৫ আগস্ট রাজধানী কাবুলে প্রবেশ করতে সক্ষম হয় তালেবান। চলতি মাসের শুরু দিকে তারা একটি নতুন সরকারও গঠন করেছে।
তবে দেশটিতে এখনও সক্রিয় আছে তালেবানবিরোধী রাজনৈতিক জোট ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট।
সূত্র : স্পুটনিক