নিউজিল্যান্ডের বোলিং তোপে ১২ ওভারের ঘর ছোঁয়ার আগেই ৫ উইকেট হারিয়ে বসেছে শ্রীলঙ্কা। টিম সাউদির পর লঙ্কানদের ওপর হামলে পড়েন ট্রেন্ট বোল্ট। লঙ্কানদের তিন উইকেট তুলে নিয়েছেন এই কিউই বোলার।
ওপেনার কুসাল পেরেরাই কেবল ঝড়ের মুখে পাল তুলে দাঁড়িয়েছিলেন লকি ফার্গুসনের শিকার হয়ে ফেরার আগে ২৮ বলে ৫১ রান তুলেছিলেন তিনি।
পাথুম নিশাঙ্কা, কুসাল মেন্ডিস ও সাদেরা সামারাবিক্রমাকে হারিয়ে ধুঁকছিল শ্রীলঙ্কা। তবে তখন ১৮২ স্ট্রাইকরেটে খেলে যাচ্ছিলেন পেরেরা। যদিও ঝড় তোলা পেরেরাও ব্ল্যাক ক্যাপস বোলারদের সামনে বেশিক্ষণ থিতু হতে পারেননি।
চলতি বিশ্বকাপের ৪১তম ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
আজকের ম্যাচে শ্রীলঙ্কার নজর সামনের দিকে। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নজর তাদের। আর বিশ্বকাপে সেমিতে যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।
বিএসডি/ এফ এ