কিশোরগঞ্জে পর্যটকবাহী স্পিডবোট উল্টে নিখোঁজের প্রায় ৪০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে জেলার নিকলী সদরের বেড়িবাঁধ এলাকার ফায়ার স্টেশন কার্যালয়ের পাশে হাওরের পানিতে লাশটি পাওয়া যায়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জর গিফারী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালে হাওরের পানিতে লাশটিকে ভাসতে দেখে স্থানীয় লোকজন খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা এসে লাশটি উদ্ধার করেন।
মারা যাওয়া শিশুটির নাম হুসরাতুল জান্নাত (৪)। সে ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের নাসির উদ্দিনের মেয়ে। নাসির অষ্টগ্রাম উপজেলার আদমপুর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে মিঠামইন উপজেলা সদরের ঘাট থেকে ১৫ যাত্রী নিয়ে ভাড়ায় চালিত একটি স্পিডবোট করিমগঞ্জ উপজেলার বালিখলা ফেরিঘাটে যাচ্ছিল। ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পর রাষ্ট্রপতি আবদুল হামিদ সেনানিবাসের কাছে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে মাঝনদীতে স্পিডবোটটি উল্টে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হয় শিশু হুসরাতুল জান্নাত। সে মা-বাবার সঙ্গে বাড়িতে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের চেষ্টা চালায়।
বিএসডি/এসএস