আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনে রুশ আগ্রাসনের এক সপ্তাহ অতিক্রম হলেও এখন পর্যন্ত কিয়েভে বড় কোনো ভূমিকা রাখতে পারেনি রাশিয়া। বুধবার (২ মার্চ) রাতেও শহরটিতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৩ মার্চ) স্থানীয় সময় ভোরে কিয়েভে কমপক্ষে ৪টি বিস্ফোরণ হয়েছে। এরমধ্যে কিয়েভ শহরের কেন্দ্রে দু’টি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। তারপর একটি মেট্রো স্টেশনের কাছে আরও দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বিমান হামলার সতর্কতামূলক সাইরেনের শব্দও শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
এদিকে, রুশ আগ্রাসের মুখে ইউক্রেনের অন্যতম প্রধান শহর এবং বন্দরনগরী খেরসনের পতন হয়েছে। ব্যাপক হামলার পর রাশিয়ার সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলীয় এই শহরটির দখল নেওয়ার দাবি করে।
বিবিসি বলছে, প্রায় ৩ লাখ বাসিন্দার খেরসন শহরটি রাশিয়ার সামরিক বাহিনীর দখলে যাওয়া মস্কোর জন্য বড় ধরনের এক বিজয়। রাশিয়ার সৈন্যদের হাতে পতন হওয়া সবচেয়ে বড় শহরও এটি।
বিএসডি/ এফএস