নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষকের প্রতিনিধি দল। সোমবার (১৮ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি ড. রহমত উল্লাহ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেন তারা।
নগরীর নানুয়া দীঘিরপাড় পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন শিক্ষক নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি ড. মো. রহমত উল্লাহ বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা সবাই এই রাষ্ট্রে স্বাধীন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সম্পাদক ড. নিজামুল হক ভূঁইয়া বলেন, কুমিল্লায় যারা তাণ্ডব ঘটিয়েছে সেসব দুষ্কৃতিকারীরা হিন্দুও নয়, মুসলিমও নয়; তারা সন্ত্রাসী। সন্ত্রাসীদের আমরা দাঁতভাঙা জবাব দিতে চাই।
এ সময় আরও বক্তব্য দেন টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের শিক্ষক ড. শফিউল আলম ভূইয়া, প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী, ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ শিকদার, শিক্ষক সমিতি সদস্য ড. চন্দ্রনাথ পোদ্দার, প্রভোস্ট ড. লাফিফা জামাল। উপস্থাপনা করেন সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
কুমিল্লার ঘটনা পরিদর্শন শেষে নোয়াখালীর উদ্দেশে রওনা হয় শিক্ষক প্রতিনিধি দল। মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন আয়োজন ও ২৪ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হবে বলে জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বিএসডি / আইপি