নিজস্ব প্রতিবেদক,
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ আগস্ট) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, শুক্রবার (২০ আগস্ট) ভোররাতে উপজেলার বাণিয়াটারি ও দেওয়ানের খামার গ্রামে এই অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- আব্দুল হামিদ (৩২), সামিউল ইসলাম সানি ব্যাপারী (২৫) ও আরিফুল ইসলাম আপেল (২৫)।
ভূরুঙ্গামারী থানার ইন্সপেক্টর বুলবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাণিয়াটারি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ শ’ পিস ইয়াবা, ৯ বোতল নেশা জাতীয় মাদক ও ৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটক আব্দুল হামিদ পাশ্ববর্তী নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ এলাকার বাসিন্দা। অপরদিকে চর ভূরুঙ্গামারী এলাকার দেওয়ানের খামার গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের ইউসুফ আলী ব্যাপারীর পূত্র সামিউল ইসলাম ব্যাপারী ও ইউনুছ আলীর ছেলে আরিফুল ইসলাম আপেলকে মাদকসহ গ্রেফতার করে। এসময় তাদের কাছে রাখা হেরোইন ও ২ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্থানীয়রা জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিএসডি/আইপি