নিজস্ব প্রতিবেদক
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের লিখিত পরীক্ষার প্রশ্ন না পেয়ে সড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা।
শনিবার (১ মার্চ) বিকেল পাঁচটার দিকে রাজধানীর আসাদ গেট মোরে সড়ক অবরোধ করেন তারা।
শিক্ষার্থীরা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের লিখিত পরীক্ষা দেওয়ার জন্য সারাদেশ থেকে প্রায় চার হাজার প্রার্থী লালমাটিয়ার দুটি কেন্দ্রে উপস্থিত হন। বিকাল তিনটা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্র কোনো প্রশ্ন আসেনি।
কেন্দ্রগুলো হলো, লালমাটিয়া মহিলা কলেজ ও লালমাটিয়া গার্লস স্কুল। দীর্ঘ সময় অপেক্ষা করার পরও প্রশ্ন কেন্দ্রে না আসায় চাকরি প্রার্থীরা সড়ক অবরোধ করেন।
ঝিনাইদহ থেকে আসা চাকরির প্রার্থী মো. হাসানুজ্জামান বলেন, আমি লালমাটিয়া মহিলা কলেজে পরীক্ষা দিতে এসেছিলাম। পরীক্ষা তিনটায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৫টা পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি। পরীক্ষার জন্য সবই আয়োজন ছিল কিন্তু প্রশ্ন ছিল না। বাংলাদেশ বিমানের লোকজন এখানে ছিল তারাও কোনো সুরাহা করতে পারেনি।
আরেক চাকরি প্রার্থী রতন আলী বলেন, আমরা যথারীতি পরীক্ষার সেন্টারের ভেতরে ছিলাম। আমরা খোঁজ নিয়েছি, সব জায়গায় পরীক্ষা হয়েছে শুধু এই দুইটা সেন্টারে পরীক্ষা হয়নি। কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি তারা আমাদের কিছু জানাতে পারেননি।
এসময় তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমরা আপনাদের পাশে আছি। বিমানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবো। একটা যৌক্তিক সমাধান হবে।