বিনোদন ডেস্ক:
কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি প্রখ্যাত নির্মাতা মণি রত্নম।
কিছুদিন পরেই মুক্তি পাচ্ছে এই নির্মাতার ‘পোন্নিইন সেলভান’ সিনেমাটি। সেটি নিয়েই ব্যস্ত সময় পার করছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তাকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বর্তমানে মণি রত্নমের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তার বাবা-মায়ের বয়স ৯০-এর উপরে। তাদের কথা মাথায় রেখে নিজেকে আইসোলেট রাখতে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে।
গত ৮ জুলাই ‘পোন্নিইন সেলভান’ সিনেমার টিজার প্রকাশ পায়। এ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মণি রত্নম। এরপর থেকে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ করছিলেন।
তামিল ভাষায় প্রকাশিত ঐতিহাসিক উপন্যাস ‘পোন্নিইন সেলভান’ অবলম্বনে সিনেমাটি তৈরি হয়েছে। এটি লিখেছেন কল্কি কৃষ্ণমূর্তি। চোলা সাম্রাজ্যের রাজা অরুলমোজি বর্মণের জীবনী নিয়ে উপন্যাসটি লেখা হয়েছে। সিনেমার গল্পটি ১০ শতকের, তখনও রাজা রাজা চোলা সিংহাসনে বসেননি।
‘পোন্নিইন সেলভান’ সিনেমার দু’টি পার্ট রয়েছে। প্রথম পার্ট আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে। দ্বিতীয়টি ২০২৩ সালে। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— চিয়ান বিক্রম, ঐশ্বরিয়া রাই বচ্চন, কার্তি, জায়াম রবি, তৃষা কৃষ্ণান, মোহন বাবু প্রমুখ।
বিএসডি/ফয়সাল