খেলাধূলা প্রতিনিধি:
না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। মঙ্গলবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রুবেলকে রাজধানীর ইউনাইটেড হাসাপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল পাঁচটায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রায় তিন বছর ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন জাতীয় দলের এই বাঁহাতি স্পিনার।
২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ২০১৯ সালের ১৯ মার্চ নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার হয় তাঁর।
২০২০ সালে সুস্থ, স্বাভাবিক হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন রুবেল। কিন্তু নভেম্বরে আবার অসুস্থ হন। ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা গেছে, পুরনো টিউমারটি আবার নতুন করে বাড়তে থাকে।
মোশাররফ রুবেল আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০০৮ সালে। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে খেলে ১ উইকেট পান। এরপর জায়গা হারান দলে। ২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে ফের জাতীয় দলে ডাক পান রুবেল। তবে কোনো ম্যাচ না খেলেই আবার বাদ পড়েন।
২০১৬ সালে আফগানিস্তান সিরিজে তাকে দলে নেন চন্ডিকা হাথুরুসিংহে। ৮ বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে ৩ উইকেট শিকার করেন। কিন্তু পরের ম্যাচে উইকেট না পাওয়ায় রুবেল আবার জাতীয় দল থেকে বাদ পড়েন। তাঁর ক্যারিয়ারও সেখানেই থেমে যায়।
বিএসডি/ এমআর