আন্তর্জাতিক ডেস্ক:
পুরভোটের আগে ত্রিপুরায় উত্তেজনা তুঙ্গে। গ্রেফতার করা হলো পশ্চিমবঙ্গ তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষকে। রোববার বিকেলে খুনের চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করে আগরতলা পুলিশ। খবর নিউজ এইটিনের।
খবরে বলা হয়, দীর্ঘ জেরার পর বিকেলে গ্রেফতার করা হয়েছে সায়নী ঘোষকে। আজ তাকে আদালতে পেশ করা হবে না। ফলে জামিনের আবেদন করা যাচ্ছে না আজ৷
তৃণমূলের নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, ‘খেলা হবে’ এটি বলেই গ্রেফতার হয়েছেন সায়নী ঘোষ।
তৃণমূলের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে বিজেপির দুষ্কৃতিকারীরা ইচ্ছে করে এমন হামলা করেছে। অভিষেকের সভা বানচাল করাই এর একমাত্র উদ্দেশ্য। সায়নী ঘোষসহ অন্যান্য তৃণমূল নেত্রীরা থানায় পৌঁছানোর পরেই বিজেপির দুষ্কৃতীরা মাথায় হেলমেট পরে ও হাতে লাঠি নিয়ে চড়াও হয় থানা চত্বরে এবং তৃণমূল নেতা সুবল ভৌমিকের গাড়িও ভাঙচুর করে।
উল্লেখ্য, ‘হিট অ্যান্ড রান’-এর অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সায়নী ঘোষকে নিয়ে তৃণমূল নেতারা আগরতলা মহিলা থানায় ঢোকার পর থেকেই উত্তেজনা ছড়ায়। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, তাদের থানায় ডেকে এনে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।
বিএসডি/এসএসএ