গণফোরামের চলমান সংকট উত্তরণে ড. কামাল হোসেনকে অনতিবিলম্বে কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভা ডেকে জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চিঠি দিয়েছেন গণফোরামের (বিদ্রোহী অংশ) কয়েকজন নেতা।
বুধবার (২৫ আগস্ট) মোস্তফা মোহসীন মন্টু, অধ্যাপক আবু সাইয়িদ, সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মহসিন রশিদ, মহীউদ্দিন আব্দুল কাদের স্বাক্ষরিত এ চিঠি দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে মোস্তফা মহসীন মন্টু বলেন, ‘মঙ্গলবার (২৪ আগস্ট) আমরা চিঠি পোস্ট করেছি।’
‘গণফোরামের চলমান সংকট উত্তরণে ড. কামাল হোসেনকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র নেতৃবৃন্দের আহ্বান’ শীর্ষক চিঠিতে বলা হয়েছে, ‘গঠনতন্ত্র লঙ্ঘন করে মোকাব্বির খানকে সংগঠনের একমাত্র কার্যকরী সভাপতি পদে নিয়োগ দিয়েছেন।’
এতে বলা হয়, ‘বারবার গঠনতন্ত্র বিরোধী ও এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ড দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা, নিষ্ক্রিয়তা ও দলের প্রতি অনীহা সৃষ্টি করছে। এভাবে আপনি বারবার গঠনতন্ত্র লঙ্ঘন করে দলের মধ্যে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছেন।’
কামাল হোসেনকে উদ্দেশ্য করে চিঠিতে উল্লেখ করা হয়, ‘আপনি শুধু দলের সভাপতি নন, প্রতিষ্ঠাতা হিসাবে দলকে চূড়ান্ত বিপর্যয়ের হাত থেকে রক্ষা করাও আপনার দায়িত্ব। কাজেই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় অনতিবিলম্বে কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভা (বিশেষ জাতীয় কাউন্সিল ২০১৯ সালে গঠিত কেন্দ্রীয় কমিটি) ডেকে জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে তারিখ ঘোষণাসহ গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।’
‘গণফোরামকে চরম বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য দলের নেতাকর্মী, অগণিত সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষে সনির্বন্ধ অনুরোধ’ জানান বার্তাপ্রেরকরা।
বিএসডি/এমএম