নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার সামনের রাস্তায় অতিরিক্ত গতির কারণে একটি প্রাইভেটকার উল্টে গেছে। এ ঘটনায় গাড়ির চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। দুর্ঘটনার শিকার গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে।
শনিবার (২৫ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের (বাড্ডা জোনের) সহকারী পুলিশ কমিশনার সুবীর রঞ্জন দাস।
তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে নিকুঞ্জ আবাসিক এলাকার এক নম্বর গেটের সামনের রাস্তায় একটি কালো রঙের প্রাইভেটকার ওভার স্পিডের কারণে উল্টে যায়। এ ঘটনায় গাড়ির চালক গুরুতর আহত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনার শিকার গাড়িটি সকালে রাস্তা থেকে আমরা সরিয়ে নিয়েছি। এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে চালক কী কারণে অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়েছেন সেটা আমরা তদন্ত করে দেখছি। চালক মদ্যপ ছিল কি না সেটিও আমরা তদন্ত করে দেখছি।
বিএসডি/জেজে