অনলাইন ডেস্ক
গ্রীষ্মকাল মানেই গরম। আর গরম মানেই অস্বস্তি। এসময় একটু শান্তিতে থাকতে মানুষ কত কিনা করেন। অনেকেই পোশাকের সঙ্গে সঙ্গে বদল আনেন চুলের স্টাইলেও। কারণ বড় চুল গরমে আরও গরম বাড়িয়ে দেয়। তাছাড়া বড় চুল সামলানোও বেশ কষ্টকর।
বড় চুল রাখাটা কয়েক বছর আগেও ফ্যাশনের একটি অংশ ছিল। তবে এখন নতুন ট্রেন্ড হচ্ছে ছোট চুল। যদিও অনেকেই মনে করেন দীঘল কালো লম্বা চুলেই সবটা সৌন্দর্য লুকিয়ে আছে। তবে এমন চিরায়ত ধারনায় বড় পরিবর্তন এসেছে এখনকার মেয়েদের মাঝে। তবে গরমে আরাম পেতে কেবল চুল কেটে ছোট করলেই হবে না। ফ্যাশনের দিকটিও মাথায় রাখতে হবে। চুলের স্টাইলে আনুন নতুনত্ব। ছোট চুলের রকমারি কাটছাঁট রয়েছে। এরমধ্যে নিজের সঙ্গে মানানসই একটিকে বেছে নিন।
ফ্যাশনের রীতিটাই এমন, সময়ের ব্যবধানে ঘুরেফিরে ইচ্ছের দরজায় কড়া নাড়বে। একসময় যে ফ্যাশনটা হারিয়ে গেছে বলে মনে হয়, সেটাই ফিরে আসে নতুনকে সঙ্গে নিয়ে দশক কিংবা যুগের ব্যবধানে। এই যেমন ‘বব কাট’ নামটির সঙ্গে পরিচিত এদেশের নারীরা দশকের পর দশক ধরে। আধুনিক নারীর সেই চুলের স্টাইল ‘বব কাট’ বেশ জোরেশোরে ফিরে এসেছে গরমে হেয়ার কাট ট্রেন্ডে। ‘সাইড পার্টেট ব্লান্ট বব’ এর কদরটা তুলনামূলক বেশি এ সময়ের মেয়েদের কাছে। আর যারা হরহামেশা চুলের স্টাইল বদলাতে স্বাছন্দ্য বোধ করেন সেসব সাহসী মেয়েদের পছন্দ ‘শর্ট বব’।
দ্য স্যাগি হেয়ার কাটটাও জনপ্রিয়তা পেয়েছে আজকাল। এ কাটের সৌন্দর্য হলো সামনের দিকের কয়েক গাছি চুল খানিকটা লম্বা রাখা। সে ক’গাছি লম্বা চুল কানের দু’পাশ দিয়ে নিচের দিকে নেমে আসবে। আঙুলে আঙুলে মাঝে মধ্যেই গুছিয়ে নিতে পারেন সে চুলগুলো। ফ্যাশন সচেতন মেয়েরা ‘চপিং ব্যাং’ হেয়ার স্টাইলটিও লুফে নিচ্ছে। অন্যদিকে ‘পিক্সি কাট’ হালের ক্রেজ তৈরি করেছে। মাতিয়ে রাখছে তারুণ্যকে ফ্যাশনে স্টাইলে।
বিএসডি/এমএম