বিনোদন ডেস্ক:
গেল সপ্তাহেই গরুপাচার মামলার অন্যতম সাক্ষী হিসেবে অভিনেতা ও সংসদ সদস্য দেবকে হাজিরা দিতে ডেকেছিল ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই। হাজিরা দিতে আজ সকাল ১১টার দিকে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে পৌঁছান দেব।
গরুপাচার মামলায় নাম জড়ানোর পর এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি দেব। মনে করা হচ্ছিল নিজে হাজিরা না দিয়ে আইনজীবির মাধ্যমে সিবিআই-এর সঙ্গে কথা বলবেন অভিনেতা।
তবে মঙ্গলবার দেখা গেলে তিনি নিজেই হাজির।
বিভিন্ন সূত্রের খবর, নিজাম প্যালেসে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
দেবের সঙ্গে গরু পাচার কাণ্ডের কী সম্পর্ক তা অবশ্য এখনও স্পষ্ট নয়। সিবিআইয়ের নোটিসেও এ ব্যাপারে কিছু বলা হয়নি। তবে সূত্রের খবর, গরুপাচার-কাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরা করার সময় দেবের নাম উঠে আসে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা