মুঃ জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, (পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা সভা ও ঘূর্ণিঝড় ইয়াস (যস) এর প্রতিকারে উপজেলা প্রশাসন, সকল ইউপি চেয়ারম্যান উপজেলা দূর্যোগ বিষয়ের সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা থানা অফিসা ইনচার্জ এম আর শওকত আনোয়ার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ার্না মার্জিয়া নিতু, উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা প্রতিনিধি নিজাম উদ্দিন তালুকদার, প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন।
সভায় বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরু চুরি, সিন্ডিকেট এবং গরু চোরের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন। এছাড়া ঘুর্ণিঝড় ইয়াস (যস) এর মোকাবেলায় সকল আশ্রায়ণ কেন্দ্র, স্কুল ভবন খোলা এবং মানুষের নিরাপত্তা সহ প্রাণীকে নিরাপদে রাখার ব্যাপারে, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন দূর্যোগ কমিটির সভা করে সার্বিক ব্যাবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।