নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের গৌরীপুরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় প্রধান আসামি আল-আমিনকে রাজধানীর কলাবাগান থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (৩ নভেম্বর) সিআইডির অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেলের কার্যলয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর এ তথ্য জানান।
বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর আরও জানান, ধর্ষণের ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই মো. নুরুল হক গৌরীপুর থানায় আল-আমিনের বিরুদ্ধে মামলা করে। ঘটনাটি সিআইডির নজরে আসলে তারা ছায়া তদন্ত শুরু করে। পরে সিআইডির একটি চৌকস টিম রাজধানীর কলাবাগান থেকে মামলার আসামি আল-আমিনকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের দায় স্বীকার করেছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বিএসডি /আইপি