নিজস্ব প্রতিনিধি,
রাজধানীর চকবাজার এলাকায় ট্রান্সফর্মার বিস্ফোরণে মারুফ (১৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জুলাই) সকালে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (৩০ জুন) রাত ১টায় দগ্ধ অবস্থায় তিন জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। বাকী দুজন সারওয়ার (২০) ও সোহাগ (৩০) জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, ‘চকবাজার থেকে ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ ৩ জন জরুরি বিভাগে এসেছেন। তাদের মধ্যে মারুফ নামে একজন মারা গেছেন। তার শরীরের ১১ শতাংশ দগ্ধ হয়েছিল। সারওয়ারের শরীরের ৪৮ শতাংশ ও সোহাগের শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে।’
এসআইএস