কক্সবাজারের চকরিয়ায় আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে কাকারার পুলেরছড়া দাখিল মাদরাসার। ছাউনিসহ মাদরাসার সিংহভাগ অংশ পুড়ে যাওয়ায় পাঠদান অনির্দিষ্টকালের জন্য থমকে পড়বে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে বলে মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছেন।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন। তিনি বলেন, মাত্র ১০ মিনিটেই আগুনে মাদরাসার ছাউনির টিনসহ বেশিরভাগ পুড়ে গেছে। নতুনভাবে তৈরি না করা পর্যন্ত পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই মাদরাসাটি সচল করতে চেষ্টা করবো।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, আগুনে মাদরাসা পুড়ে যাওয়ার বিষয়টি জেনে নিজেই সন্ধ্যায় সরেজমিন পরিদর্শন করেছি। সরকারের পক্ষ থেকে দ্রুত সহযোগিতা করা হবে মাদরাসাটি পাঠদান উপযোগী করে তুলতে।
বিএসডি/ এফ এ