নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে কমেছে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৬৮টি নমুনা পরীক্ষা করে ৬৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ৭৯ শতাংশ। তাছাড়া এদিন করোনায় আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি। এর আগে গত ২৪ জানুয়ারি একদিনে ৩৯ শতাংশ শনাক্ত এবং চারজন পর্যন্ত মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে মোট ৬৯ জন শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ৬১ জন ও ১৫ উপজেলায় ৮ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ২৫ হাজার ৯৭৩ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯১ হাজার ৬১০ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৩৬৩ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করেছেন এক হাজার ৩৬২ জন। এর মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩ এপ্রিল। এরপর প্রথম করোনা শনাক্ত হয়ে মারা যান ২০২০ সালের ৯ এপ্রিল।