নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিভাগের ওয়ালটন প্লাজা ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার, ক্রেডিট মনিটরিং কর্মকর্তা, এক্সিকিউটিভ এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে চট্টগ্রামে দিনব্যাপী ওয়ালটনের সেলস প্ল্যানিং ও ডিসকাশন প্রোগ্রাম শুরু হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে চট্টগ্রাম নগরীর ফয়’স লেক সি ওয়ার্ল্ড কনফারেন্স হলে এই প্রোগ্রাম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ওয়ালটন প্লাজার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ওয়ালটন প্লাজার ডিসিসিও আবুল কালাম আজাদ, ওয়ালটন প্লাজার সিএফও ফাহিম মাহবুব এফসিএমএ, হেড অব অডিট ইয়াছিন আল, ওয়ালটন গ্রুপের সিআইও মফিজুর রহমান, ওয়ালটন প্লাজার হেড অব ক্রেডিট কামরুজ্জামান খান, ওয়ালটন প্লাজার সিডিও মাহমুদুর রহমান খান, সিডিও আরিফুল ইসলাম, ওয়ালটন প্লাজা ডিলার সেলস ডিভিশনের ইনচার্জ শাহদেব কুমার মণ্ডল।
দিনব্যাপী এই প্রোগ্রামে চট্টগ্রাম বিভাগের আওতাধীন চট্টগ্রাম মহানগরী, কক্সবাজার জেলা, নোয়াখালী, কুমিল্লা বিভাগের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের ওয়ালটন প্লাজা ব্যবস্থাপক, ক্রেডিট মনিটরিং কর্মকর্তা, এক্সিকিউটিভসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দিয়েছেন। দিনব্যাপী এই প্রোগ্রামে ওয়ালটন পণ্যের সেলস প্ল্যানিংসহ বিভিন্ন বিষয়ে ডিসকাশনে অংশ নিবেন ওয়ালটন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিএসডি/আইপি