নিজস্ব প্রতিবেদক:
প্রথমবারের মতো ফাইজারের ১৬ হাজার ৩৮০ ডোজ টিকা চট্টগ্রামে পৌঁছেছে। এর আগে সংরক্ষণের উপযোগী ব্যবস্থা না থাকায় ঢাকার বাইরে দেওয়া যেত না এ টিকা।
সোমবার রাতে টিকার চালানটি চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে এসব টিকা গ্রহণ করেন।
সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ফাইজারের ১৬ হাজার ৩৮০ ডোজ টিকা এসেছে। এসব টিকা কোথায়-কীভাবে দেয়া হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সব কিছু বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে, ৩১ জানুয়ারি প্রথম দফায় অ্যাস্ট্রাজেনেকার চার লাখ ৫৬ হাজার, ৯ এপ্রিল দ্বিতীয় দফায় তিন লাখ ছয় হাজার, ১৮ জুন সিনোফার্মের ৯১ হাজার ২০০, ১১ জুলাই মডার্না ও সিনোফার্মের এক লাখ ৮৪ হাজার, ২৮ জুলাই এক লাখ ৮৫ হাজার ২০০, ৬ আগস্ট সিনোফার্ম, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার তিন লাখ নয় হাজার ২০০, ১৪ আগস্ট সিনোফার্ম ও মডার্নার তিন লাখ ৩৫ হাজার ২৮০, ৫ সেপ্টেম্বর তিন লাখ ১৩ হাজার ৮০০, ১৬ সেপ্টেম্বর তিন লাখ ২৫ হাজার ১২০, ২৫ সেপ্টেম্বর সিনোফার্মের চার লাখ ৭৫ হাজার, ২৮ সেপ্টেম্বর দুই লাখ ৬০ হাজার এবং ৪ অক্টোবর ২১ হাজার ডোজ টিকা চট্টগ্রামে আসে।
বিএসডি /আইপি