নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জুয়েল ওরফে ধামা জুয়েল ওরফে হামকা জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তার কাছ থেকে বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। মঙ্গলবার রাতে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ধামা জুয়েল নগরীর চান্দগাঁও থানাধীন কসাইপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে।
সিএমপি’র উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার আরাফাতুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধামা জুয়েলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিদেশী অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়।
তিনি বলেন, ধামা জুয়েল নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে নগরীর চান্দগাঁও থানা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নগরী ও জেলার বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।
বিএসডি/ এলএল