বর্তমান সময় ডেস্কঃ
চট্টগ্রাম
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় মো. ফরিদ (৩৩) ও ইকবাল হোসেন (৪৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফরিদ মিরসরাই পৌরসভার মধ্যম তালবাড়িয়া এলাকার বকতিয়ার খানের ছেলে। এবং নিহত ইকবাল হোসেন একই এলাকার শহিদুল ইসলামের ছেলে। এ সময় শহীদুল ইসলাম (৩০) ও মিজানুর রহমান(৩৫) নামের আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে চট্টগ্রামগামী মালবাহী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পূর্ব পাশ ধরে চলা একটি বেকারি পণ্যবাহী অটোরিকশা, আরেকটি খালি অটোরিকশা ও কাঠবোঝাই একটি মিনি পিকআপকে পেছন থেকে ধাক্কা দিলে বিকট আওয়াজে কাঠবাহী পিকআপটি রাস্তার পাশের একটি গাছে আঘাত করে আটকে পড়ে। এসময় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে দুটি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় পিকআপচালক ইকবাল হোসেন ও অটোরিকশাচালক মো. ফরিদ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করেন। অবস্থা গুরুতর হওয়ায় আহত শহীদুল ইসলাম ও মিজানুর রহমানকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপসহকারী পুলিশ কর্মকর্তা (এএসআই) আশরাফুল ইসলাম বলেন, সকালে দুর্ঘটনাটি ঘটে। ধারণা করছি, কাভার্ড ভ্যানের চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন।
নোয়াখালী
অপরদিকে, নোয়াখালীতে সড়ক দূর্ঘটসায় মো.শাহাদাত হোসেন সাধন (৩৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দরগাবাড়ি পোল এলাকার জেবিএম ব্রিকফিল্ডের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শাহাদাত হোসেন উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। তিনি এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন।
স্থানীয়রা জানান, ফজর নামাজ শেষে হাঁটতে বের হন সাধন। জেবিএম ব্রিকফিল্ডের সামনে দিয়ে যাওয়া মহাসড়কটি পার হওয়ার সময় ফেনী অভিমুখী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো.সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা হাইওয়ে পুলিশের বিষয়। এটা তারা দেখবে। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।
বিএসডি/আরপি