নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে সাড়ে চার হাজার ইয়াবাসহ হাবিবুল ইসলাম (২৯) নামে এক যুবককে আটক করেছে র্যাব ৭। এ সময় জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত একটি মোটরবাইক। সে টেকনাফ দক্ষিণ ডেইল পাড়ার আব্দুল করিমের ছেলে।
শনিবার (১০ জুলাই) মহানগরীর বাকলিয়া থানাধীন মীর ফিলিং স্টেশনের বিপরীত পাশে রাজবাড়ী কনভেনশন সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা নূরুল আবছার।
তিনি জানান, মোটর বাইকযোগে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা শাহ আমানত সংযোগ সড়কে অবস্থান নেয়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে আসা একটি বাইক থেকে নেমে পালানোর সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ হাজার ৫২০ পিস ইয়াবা জব্দ করা হয়।
ধৃত ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সাজ্জাদ/কাইয়ুম