নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে প্রবাসীদের করোনা পরীক্ষা। সোমবার থেকে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিন সংযুক্ত আরব আমিরাতের শারজাহগামী ৭১ প্রবাসীর পিসিআর পরীক্ষা হয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার ফারহাদ হোসেন খান বলেন, ‘সোমবার থেকে চট্টগ্রাম বিমান বন্দরে শুরু হয়েছে প্রবাসীদের করোনা পরীক্ষা। প্রথম দিন এয়ার আরাবিয়ার শারজাহগামী ৭১ জন যাত্রীর করোনা পরীক্ষা হয়। নেগেটিভ আসা যাত্রীরা রাতে আমিরাতের উদ্দেশ্যে রওনা করবেন।’
চট্টগ্রাম বিমান বন্দরে ল্যাব স্থাপনের অনুমতি পেয়েছে চারটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ঢাকার প্রেসক্রিপশন পয়েন্ট, ল্যাব এইড ঢাকা, মডান হসপিটাল কুমিল্লা এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি চট্টগ্রাম। অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ১ হাজার ৬শ’ টাকায় প্রবাসীদের করোনা পরীক্ষা করবে। এ ফি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক পরিশোধ করা হবে। তাই প্রবাসীদের করোনা পরীক্ষার জন্য কোন ফি দিতে হবে না।
বিএসডি/ এলএল