বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় অন্য জনের হয়ে অংশ নিতে গিয়ে আটক হয়েছে একজন।
আটক মাসুদ সরকার রংপুর কারমাইকেল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।
বোরবার দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের নিচতলার পরীক্ষাকেন্দ্র থেকে তাকে আটক করা হয় বলে চবির প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া জানান।
তিনি বলেন, জুলকার নাইন শাহী নামে একজনের হয়ে পরীক্ষা দিতে আসেন মাসুদ সরকার। ছবির অসামঞ্জস্য দেখে জিজ্ঞাসাবাদ করলে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার বিষয়টি তিনি স্বীকার করেন।
প্রক্টর জানান, জুলকার নাইন শাহী ঢাকার ধানমণ্ডির আইডিয়াল কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। তার হয়ে পরীক্ষায় বসা মাসুদ গাইবান্ধার ঝিনিয়া বাজারের আব্দুল কাদেরের ছেলে।
আটককৃতকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়েছে বলে প্রক্টর জানান।
বিএসডি / আইকে