আন্তর্জাতিক ডেস্ক,
ঘন ঘন টয়লেটে যাওয়ার কারণে এক নারী কর্মী মারিয়া জেনিতে অলিভেরোকে চাকরিচ্যুত করেছে ই-কমার্সের জায়ান্ট প্রতিষ্ঠান অ্যামাজন। অলিভেরোর পেটে বিরক্তিকর সমস্যা আছে। এতে ভুগছেন তিনি। ফলে তাকে প্রতিদিন অফিস চলাকালীন ৬ থেকে ৭ বার টয়লেটে যেতে হয়। এ অবস্থায় তিনি চাকরি করার জন্য মেডিক্যালি উপযুক্ত নন বলে মনে করেন অ্যামাজন কর্মকর্তারা। ফলে তাকে চাকরিচ্যুত করা হয়। কিন্তু তিনিও ছেড়ে দেয়ার পাত্রী নন। ব্যস, ন্যায়বিচার ও ক্ষতিপূরণ চেয়ে কোম্পানির বিরুদ্ধে মামলা ঠুকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এ খবর দিয়েছে অনলাইন উইওয়ান। এমনিতেই অ্যামাজনের বিরুদ্ধে অভিযোগ আছে কর্মী হযরানির। অলিভেরো দাবি করেছেন, অ্যামাজনের ওয়্যারহাউজে দায়িত্বরত তার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশ্বাস করেন না, তার মেডিকেল সমস্যা আছে। তারা তাকে ৫ দিনের সময় বেঁধে দেন। বলেন, এ সময়ের মধ্যে একজন ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেট এনে জমা দিতে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি তা করতে ব্যর্থ হন। ফলে তাকে চাকরিচ্যুত করা হয়। তবে এর পরপরই তিনি ওই সার্টিফিকেট হাতে পেয়েছেন। কিন্তু ততক্ষণে বড় দেরি হয়ে গেছে। এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তার বিরুদ্ধে বৈষম্য করার কারণে কোম্পানির বিরুদ্ধে মামলা করবেন। তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে বলে তিনি দাবি জানাবেন। এতে তিনি ৭৫ হাজার ডলারের ক্ষতিপূরণ দাবি করবেন। কিন্তু তার অভিযোগের পাল্টা বক্তব্য দিয়েছে অ্যামাজন। তাকে যেদিন বরখাস্ত করা হয়েছে, সেদিন থেকে তারা হিসাব কষে দেখেছে, তার ক্ষতির পরিমাণ মাত্র ১৭ হাজার ডলার।
বিএসডি/এএ