হলিউডের খ্যাতিমান অভিনেত্রী শ্যারন স্টোন। তাকে নিয়ে বিতর্ক থাকলেও তার অভিনয় মানুষকে বরাবরই আকৃষ্ট করে। আশির দশক থেকে অভিনয়ের জগতে পা রাখা শ্যারন নব্বইয়ের দশকে দর্শকের নজর কেড়েছিলেন ‘বেসিক ইনস্টিংকট’, ‘টোটাল রিকল’, ‘সিলভার’-এর মতো আলোচিত চলচ্চিত্রের মাধ্যমে।
তার মুখেই এবার জানা গেল আশির দশকে তিনি কীভাবে যৌন হয়রানির শিকার হয়েছিলেন। ‘ক্যাসিনো’ ছবির জন্য অস্কারের মঞ্চে মনোনয়নও অর্জন করেছিলেন শ্যারন স্টোন। তবে জনপ্রিয় সব ছবিতে কাজ করার আগে হলিউডে পা রেখেই বড় ধাক্কা খেয়েছিলেন এই অভিনেত্রী। প্রায় চার দশক পরে সেই ঘটনার কথা স্মরণ করে প্রকাশ্যে এনেছেন। খবর বিবিসির।
৬৫ বছর বয়সি শ্যারন সম্প্রতি এক সাক্ষাত্কারে নিজের জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি জানান, হলিউডে সবে কাজ করা শুরু করেছেন। তিনি লস অ্যাঞ্জেলসে এসেছেন। একদিন সনি পিকচারের নির্বাহী তাকে অফিসে ডাকেন। নতুন কাজের সুযোগ পাওয়ার আশায় তিনি সেখানে যান। তার পরনে ছিল জ্যাকেট ও ডেনিস স্কার্ট।
শ্যারন বলেন, ‘ঐ নির্বাহী তার ভূয়সী প্রশংসা করে বলেন, তোমার মতো মেয়ে গত কয়েক দশকে আমরা পাইনি। তুমি সত্যিই অসম্ভব সুন্দর। এই প্রশংসা করতে করতে তিনি আমার চারদিকে পায়চারি করেন। এরপর হঠাৎ তিনি আমার সঙ্গে আপত্তিকরণ আচরণ করেন।’
শ্যারন ঐ নির্বাহীর নাম প্রকাশ করেননি। অভিনেত্রী বলেন, ‘তার এই আচরণ আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমি অবাক বিস্ময়ে বসেছিলাম। পরে অফিসের একজন কর্মকর্তা আমাকে বাইরে নিয়ে যান।’ প্রায় চার দশক পরে এই ঘটনার কথা প্রকাশ্যে আনার কারণ হিসেবে শ্যারন বলেন, আশি-নব্বইয়ের দশকে যৌন হেনস্তার অভিযোগে তেমন কেউ পাত্তা দিতেন না। সবাই মনে করতেন বিনোদনের জগতে অভিনেত্রীদের সঙ্গে এমন কিছু হওয়া অস্বাভাবিক নয়। এরপর থেকে শ্যারন ঐ পিকচারের কোনো কাজ পাননি।
বিবিসি সনি পিকচারের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলেও কোনো সাড়া পায়নি।
বিএসডি/ এফ এ