আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনে চলমান যুদ্ধ সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসবেন চার দেশীয় জোট-কোয়াডের নেতারা। আজ বৃহস্পতিবার হোয়াইট হাউজ জানায়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের রাষ্ট্রপ্রধানরা এ বৈঠকে বসতে যাচ্ছেন। খবর রয়টার্স।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, আজ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
বৈঠকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে এর প্রভাব নিয়ে এ বিশ্ব নেতারা আলোচনা করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
এদিকে বিবিসি জানিয়েছে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আশায় দ্বিতীয় দফা বৈঠকে বসতে যাচ্ছেন দেশ দুটোর উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। ইউক্রেনের আলোচনাকারীদের অন্যতম ডেভিড আরাখামিয়া এক ফেসবুক পোস্টে জানান দেশটির ন্যূনতম লক্ষ্য থাকবে সংঘাতপীড়িত অঞ্চলগুলো থেকে নাগরিকদের নিরাপদে দেশত্যাগ করার জন্য ‘মানবিক করিডর’ স্থাপন করা।
বিএসডি/ এফএস