আন্তর্জাতিক ডেস্ক-
চীনের মধ্যাঞ্চলে প্রবল বন্যার কারণে গ্রাম ছাড়ছে হাজার হাজার মানুষ। শুক্রবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
বন্যায় চীনে এ পর্যন্ত ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যেই দেশটির পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
দেশটির হেনান প্রদেশে লাখ লাখ মানুষ বন্যার কবলে পড়েছে। অনেক এলাকায় খাদ্য ও পানীয় সংকট দেখা দিয়েছে। শুক্রবার ঝেংঝু শহরের পাতাল রেলস্টেশন, টানেলগুলো থেকে পাম্পের মাধ্যমে কর্দমাক্ত পানি বের করেছে। গত সপ্তাহে এই পাতাল রেলস্টেশনেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ১২ জনের মৃত্যু হয়েছিল।
বৃহস্পতিবার রাতভর বৃষ্টির কারণে শিনজিয়াং ও আশেপাশের এলাকাগুলোর বিস্তৃর্ণ কৃষিভূমি পানিতে তলিয়ে গেছে। ওয়েই নদীর পানি বেড়ে দুই কূল প্লাবিত হয়েছে। স্যাটেলাইটে পাওয়া ছবিতে দেখা গেছে, শত শত পরিবারকে নিরাপদে সরিয়ে আনতে উদ্ধারকারীরা অস্থায়ী সেতু ব্যবহার করছে।
সরকারি সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলেছে, ‘বর্তমানে প্রায় ৯ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। আরও ১৯ হাজার মানুষকে স্থানান্তরে কাজ করছে কর্তৃপক্ষ।’
এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ইন ফা’র প্রভাবে তাইওয়ান ও উত্তর-পূর্ব চীনে ইতোমধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। রোববার এটি মূল ভূখন্ডে আঘাত হানতে পারে।
বিএসডি/আইপি