লাইফস্টাইল ডেস্ক:
বরগুনার তালতলীর তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ২২ চায়না নাগরিক করোনা আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে তাদের করোনা পজেটিভ আসে। তারা সবাই দেড়মাস আগে চীন থেকে তালতলীতে এসেছেন।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন বলেন, ‘করোনা শনাক্ত হওয়া চীনা নাগরিকদের তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যেই আইসোলেশন সেন্টারে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে। তাদের আলাদা কোয়ার্টারে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা আক্রান্ত নাগরিকদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত রাখা হয়েছে। কেউ গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য পরিবহন ও অক্সিজেন প্রস্তত রয়েছে’৷
বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘যেহেতু এটি উন্নয়ন প্রকল্প, তাই এখনই কাজ বন্ধ করে লকডাউন করা ঠিক হবে না। চীনা নাগরিকরা যারা আক্রান্ত হয়েছেন, তারা কেউই বাংলাদেশি শ্রমিকদের সংস্পর্শে আসেনি। তবে, তারপরেও যদি দেশি শ্রমিকরা করোনা আক্রান্ত হন, তবে লকডাউনের বিকল্প নেই। বিষয়টি সম্পর্কে সব সময় খোঁজ রাখছেন তিনি।’
বিএসডি/আইপি