খেলাধূলা প্রতিনিধি:
জর্জিননোর পেনাল্টি ব্যর্থতার মাসুল দিতে হয়েছে ইতালিকে। পারেনি ২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে। এবার ক্লাবের হয়ে পেনাল্টি মিস করলেন এই মিডফিল্ডার কিন্তু তার মাসুল দিতে হলনা চেলসিকে। শেষ মিনিটে পুলিসিকের গোলে স্বস্তির তিন পয়েন্ট পেয়েছে ব্লুরা।
রোববার স্ট্রামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। এই জয়ে ৩২ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থান আরও মজবুত করলো থমাস টুখেলের দল। ৩৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে ওয়েস্ট হ্যাম। লিগের প্রথম পর্বে ওয়েস্ট হ্যামের মাঠে ৩-২ গোলে হেরেছিল চেলসি।
গত ম্যাচে আর্সেনালের কাছে বিধ্বস্ত হওয়ার পর এ ম্যাচে বিবর্ণ পারফরম্যান্স উপহার দিয়েছে চেলসি। শুরুর ৪৫ মিনিটে তেমন সুযোগ তৈরি করতে পারেনি। ছয়টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে টুখেলের শিষ্যরা আক্রমণে আরও দুর্বার। ওয়েস্ট হ্যামের রক্ষণে একের পর এক হানা দিয়েও পাচ্ছিলনা গোল। এর উপর ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন জর্জিনহো। এর আগের মিনিটে রোমেলু লুকাকু ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে ওয়েস্ট হ্যামের ক্রেইগ ডাউসন। এতে দশ জনের দলে পরিণত হয় ওয়েস্ট হ্যাম।
অবশেষে ৯০ মিনিটের মাথায় ওয়েস্ট হ্যামের রক্ষণ ভাঙতে সক্ষম হয় চেলসি। মার্কো আলোনসোর ক্রসে দারুণ শটে জাল খুঁজে নেন ক্রিস্টিয়ান পুলিসিক। এই গোলে স্বস্তি ফিরে চেলসি ডাগআউটে। বাকি সময়ে ম্যাচে ফিরতে পারেনি ওয়েস্ট হ্যাম।
বিএসডি/ এমআর