আর তৃতীয় স্থানে আছেন হলিউড–বলিউড দুই জায়গায়ই দাপিয়ে বেড়ানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
নারী তারকাদের মধ্যে অবশ্য তিনি সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন। ১০ জনের এই তালিকায় ভারতীয়দের দখল সবচেয়ে বেশি। আটজনই ভারতীয় অভিনয়শিল্পী। বাকি দুজন হলেন দক্ষিণ কোরিয়ার সাং হুন (চতুর্থ) ও মার্কিন যুক্তরাষ্ট্রের টম হিডলস্টন (নবম)। বাকি তারকারা হলেন পঞ্চম ধানুশ, ষষ্ঠ দুলকার সালমান, সপ্তম সালমান খান, অষ্টম মহেশ বাবু ও দশম কিয়ারা আদভানি।
এবার প্রথমবারের মতো চাহিদাসম্পন্ন তারকাদের তালিকায় ঢুকে পড়েছেন কিয়ারা। লাস্ট স্টোরিজ–এর লাস্যময়ী অভিনয়ের পর তিনি আলোচনায় আসেন কবির সিং দিয়ে। সম্প্রতি প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে শেরশাহ দিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন।
২০ জুলাই থেকে ১৮ আগস্ট—এক মাস সময় নিয়ে এই সমীক্ষা করেছে প্যারট অ্যানালিটিকস। লস অ্যাঞ্জেলেসভিত্তিক প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী কনটেন্ট ও তারকাদের নিয়ে বিশ্লেষণ ও জরিপ করে থাকে। প্রতিষ্ঠানটি বলছে, বিশ্বব্যাপী এই জরিপে ভারতীয়দের প্রাধান্য থাকার অন্যতম কারণ ওটিটি।
নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও, ডিজনি প্লাসের মতো নামকরা স্ট্রিমিং সাইটগুলো ভারতের বাজার ধরার চেষ্টা করছে। এ কারণে বিশ্বব্যাপী ভারতীয় কনটেন্ট ও তারকাদেরও চাহিদা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রে চাহিদাসম্পন্ন তারকাদেরও একটি তালিকা করেছে। সেখানে শীর্ষে আছেন টম হিডলস্টন। ১০ জনের তালিকায় হলিউড তারকাদের ভেতরে আছেন যথাক্রমে জেনিফার লোপেজ, ক্যামেরন ডিয়াজ, ক্রিস ইভানস, জেন্ডায়া, মেগান ফক্স, ব্রেন্ডন ফ্রেসার, স্কারলেট জোহানসন, মার্গো রবি ও মেরিলিন মনরো।
বিএসডি/আরএ