নিজস্ব প্রতিবেদক:
রাইড শেয়ারিং কোম্পানিগুলোর অ্যাপের কমিশন শতকরা ১০ শতাংশ করা, পুলিশি হয়রানি বন্ধসহ ছয় দফা দাবিতে সারাদেশে কর্মবিরতি পালন করছে অ্যাপভিত্তিক ড্রাইভারস ইউনিয়ন অব বাংলাদেশ (ডিআরডিইউ)।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মবিরতি পালন ও মানববন্ধন থেকে বক্তারা বলেন, অ্যাপনির্ভর রাইড শেয়ার পরিষেবা দিনদিন ব্যাপক বাণিজ্যিক রূপ ধারণ করছে। কিন্তু রাইড শেয়ারিং পরিচালনাকারী কোম্পানিগুলো চালকদের কাছ থেকে বিভিন্ন রকম কমিশন কেটে নিচ্ছে। এতে করে সারাদিন রাইড শেয়ারিং করার পর তাদের তেমন কিছুই থাকে না।
বক্তাদের অভিযোগ, গাড়ি, জ্বালানি ও শ্রমের বিনিময়ে যে টাকা পাওয়া যায়, তা থেকে কোম্পানিগুলো ২৫ শতাংশেরও বেশি কমিশন কেটে নিচ্ছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা পেমেন্ট করায় ভাড়া হিসেবে কত থাকছে কিংবা কত শতাংশ কোম্পানি কেটে নিচ্ছে তা তারা জানেন না। তাছাড়া বিনা অজুহাতে অ্যাপ বন্ধ করে দেওয়ায় অনেক রাইডার বেকার হয়ে পড়ছে। এছাড়াও রাস্তায় বের হলেই তাদের পুলিশি হয়রানির শিকার হতে হয়, অনেক ক্ষেত্রে তাদের যে মামলা দেওয়া হয় সেটা সপ্তাহখানেকেও কাটিয়ে উঠতে পারেন না রাইডাররা।
সংগঠনটির সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বলেন, আমরা আজ সারাদেশে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করছি। আমরা ছয়টি দাবি তুলেছি, আমাদের এসব দাবি পূরণ করতে হবে। আমরা দিনের পর দিন যে কষ্টে দিন কাটাচ্ছি, সেটা আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জানাতে চাই। আমরা চাই, অ্যাপের কমিশন শতকরা ১০ শতাংশ করা হোক, কোনো পুলিশি হয়রানি যেন না করা হয়। তাছাড়া আমরা কর্মের নিশ্চয়তা চাই, পার্কিংয়ের ব্যবস্থা চাই।
ঢাকা রাইড শেয়ারিং উত্তরা জোনের ত্রাণ সহ-সম্পাদক মো. আশরাফুল ইসলাম বলেন, আমরা ২৫ শতাংশ কমিশন দিয়ে রাইড শেয়ারিং করতে পারছি না। দৈনিক ৩ হাজার ক্যাশ করলে ৬০০ থেকে ৭০০ টাকার মতো থাকে। আমরা পরিবার নিয়ে বিপদে আছি। যে টাকা ইনকাম করি এতে কিছুই হয় না।
ডিআরডিইউ’র পক্ষ থেকে প্রতিবাদ সম্মেলনে ছয়টি দাবি তোলা হয়
১. অ্যাপস-নির্ভর শ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি, কর্ম ও সময়ের মূল্য দেওয়া।
২. সব ধরনের রাইডে কমিশন ১০ শতাংশ নির্ধারণ করা, মিথ্যা অজুহাতে কর্মহীন করা থেকে বিরত থাকা।
৩. ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে রাইড শেয়ারিংয়ের যানবাহন দাঁড়ানোর জায়গা করে দেওয়া।
৪. সব ধরনের পুলিশি হয়রানি বন্ধ করা।
৫. তালিকাভুক্ত রাইড শেয়ারকারী যানবাহনগুলোকে গণপরিবহনের আওতায় অ্যাডভান্সড ইনকাম ট্যাক্স (এআইটি) মুক্ত রাখা।
৬. গতবছর গ্রহণ করা সব এআইটি তালিকাভুক্ত যানবাহন মালিকদের ফিরিয়ে দেওয়া।
সোমবার রাজধানীর বাড্ডা লিংক রোডে রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ের শওকত আলম সোহেল নামে মোটরসাইকেল চালক ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দেন। পরে ওই চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
বিএসডি/আইপি