নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা দূর করতে ছয় দফা দাবি নিয়ে জামালপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র মেহেদি হাসান রুবেল এবং ইসলামপুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র হৃদয় বোস।
সোমবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে রেলস্টেশনে তারা এ কর্মসূচি শুরু করেন।
তাদের দাবিগুলো হলো-
১.টিকিট কেনার ক্ষেত্রে সহজ.কম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করা ও হয়রানির ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া।
২.যথোপযুক্ত পদক্ষেপের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ।
৩.অনলাইনে কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করা ও অনলাইন-অফলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
৪.চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া।
৫.ট্রেনের টিকিট পরীক্ষক-তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীলদের কার্যক্রম সার্বক্ষণিক নজরদারি ও শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেলসেবার মান বাড়ানো এবং ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি ও
৬.বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা।
শান্তিপূর্ণভাবে তারা এ অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের এ কর্মসূচিতে সাধারণ মানুষও যোগ দিচ্ছেন।
বিএসডি/ফয়সাল