নিজস্ব প্রতিবেদক
এশিয়ার মানুষদের হার্ট ডিজিজের প্রবণতা বেশি। বিভিন্ন কারণে হতে পারে হার্টের অসুখ। হার্টের সমস্যার কারণ কী কী? হার্টের সমস্যা কি শুধু বয়স্কদেরই হয়? উত্তর না। বাচ্চাদেরও হার্টের সমস্যা হয়। এ বার প্রশ্ন আসতেই পারে, বাচ্চাদের ক্ষেত্রে হার্টের সমস্যা কি জন্মগত? তা সারানোর উপায় কী?
একাধিক কারণে হতে পারে হার্টের অসুখ। হার্টের সমস্যার কারণ কী কী? হার্টের সমস্যা কি শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদেরই হয়? উত্তর না। বাচ্চাদেরও হার্টের সমস্যা হয়।
বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জনদের মতে, বাচ্চাদের ক্ষেত্রে হার্টের রোগকে জন্মগত বলা হয়। এই হার্ট ডিজিজে বাচ্চার দোষ নেই। সে এই রোগ নিয়ে জন্মাচ্ছে। এখানে মায়ের ভূমিকা ও জেনেটিক কারণ রয়েছে।
কোনও বাচ্চা যেন সুস্থ ভাবে জন্মগ্রহণ করে, তা তার মা-বাবার দেখার দায়িত্ব। যে মহিলা সন্তান ধারণ করছেন, তার খাদ্যাভাস, জীবনধারা সন্তানের ওপর প্রভাব ফেলে।
অনেক বাচ্চাই হার্টের নানা রোগ নিয়ে জন্মায়। কারও কারও হার্টে ব্লকেজ থাকে। যদি সময়মতো মাতৃগর্ভে তা বোঝা যায়, সেক্ষেত্রে সেইমতো চিকিৎসা করা যায়।
অনেক বাচ্চার জন্মের এক-দু’বছরের মধ্যে হার্টের অসুখ ধরা পড়ে। তেমনটা হলে তার চিকিৎসা অন্যরকমের হয়। সেক্ষেত্রে খুঁটিয়ে দেখা হয়, সেই বাচ্চার মা-বাবার এবং তাদের পরিবারের কেউ হার্টের রোগী কিনা।
বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জনদের মতে, সন্তানকে এই পৃথিবীতে আনার পরিকল্পনা করার আগে মা-বাবার লাইফস্টাইল, খাদ্যাভাস ঠিক করা দরকার।
আগে থেকে যদি কোনো ব্যক্তি নিজের শরীর নিয়ে সচেতন না হন, তা হলে পরবর্তী প্রজন্ম এর ফল ভোগ করবে। অনেক সময় হার্টের সমস্যা ছেলেবেলায় ধরা পড়ে। আবার অনেক সময় বহু পরে। শুধু চিকিৎসা, ওষুধে তা সারে না। তার জন্য সুষম খাদ্যাভাস, শরীরচর্চা, সঠিক ঘুম প্রয়োজন।