জবি প্রতিনিধি,
মানবসেবা এবং নেতৃত্ব গঠনের উদ্দেশ্যকে সামনে রেখে ঢাকা বনফুল গ্রীন লিও ক্লাবের ২০২১-২২ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নব গঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সভাপতি লিও মো.সোহেল।সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের আধুনিক ভাষা ইন্সটিটিউটের শিক্ষার্থী লিও রিসাত রহমান স্বচ্ছ।
লিও ডিস্ট্রিক্ট ৩১৫, বি২ এর ভাইস প্রেসিডেন্ট লিও মীর হোসেন মাসুদ এর উপস্থিতিতে ২০২১-২২ কার্যকরী কমিটি ঘোষণা করেন। উক্ত কমিটিতে ক্লাব উপদেষ্টা হিসেবে আছেন লায়ন মনির হোসাইন।
এছাড়া অন্যান্য পদে সহ-সভাপতি ১ লিও সুমাইয়া বিনতে তাহের ইরা,সহ-সভাপতি ২ লিও মশিউর শুভ,যুগ্ম সাধারণ সম্পাদক এডমিন লিও ইসরাত জাহান লিমু,যুগ্ম সাধারণ সম্পাদক প্রজেক্ট লিও শাহ মুহাম্মদ শরফুদ্দিন ও
ট্রেজারার (কোষাধ্যক্ষ) পদে লিও তমা ইসলাম সহ মোট ১৮টি পদে ২৭ জন লিও নির্বাচিত হয়েছেন।
জানা যায়, ২০১০ সালে ঢাকা বনফুল গ্রীন লিও ক্লাব স্পন্সরড বাই লায়ন্স ক্লাব অব ঢাকা বনফুল গ্রীন যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন মানবসেবামূলক ও সামাজিক কাজে অংশগ্রহণ করে আসছে সংগঠনটি।
ঢাকা বনফুল গ্রীন লিও ক্লাবের নব-নির্বাচিত সভাপতি লিও মো.সোহেল বলেন,” ঢাকা বনফুল গ্রীন লিও ক্লাব ২০২১-২২ সেশনের কার্যকরী কমিটির সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় ঢাকা বনফুল গ্রীন লায়ন্স ও লিও লিডারদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মানবতার সেবার ব্রত নিয়ে লিও কার্যক্রমে সংযুক্ত হয়েছি। আশা করছি আগামী এক বছর লায়ন্স ও লিও লিডারদের সহায়তা, পরামর্শ এবং আমার কেবিনেট সদস্যদের সমন্বয়ে ঢাকা বনফুল গ্রীন লিও ক্লাবকে সেবা কার্যক্রমের মাধ্যমে লিও ডিস্ট্রিক্ট ৩১৫, বি২ এর একটি শক্তিশালী ক্লাব হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবো।”
নব নির্বাচিত সাধারণ সম্পাদক রিসাত রহমান স্বচ্ছ বলেন, লিও ক্লাবের হয়ে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য আমি ঢাকা বনফুল গ্রীন লায়ন্স ও লিও লিডারদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিব যেন লিও ডিস্ট্রিক্ট ৩১৫, বি২ এর একটি মডেল ক্লাব হিসেবে সকলের সামনে আত্মপ্রকাশ করতে পারি।
উল্লেখ্য, ঢাকা বনফুল গ্রীন লিও ক্লাব ইন্টারন্যাশনাল লিও ক্লাবের ডিস্ট্রিক্ট ৩১৫ বি২ এর অধীনস্থ একটি লিও ক্লাব। লিও ক্লাব লায়ন্স ক্লাবের ফান্ডের উপর নির্ভরশীল।লিও শব্দের অর্থ হলো নেতৃত্ব,দক্ষতা,সুযোগ।লিও তরুণদের নিয়ে সামাজিক কর্মকান্ডের মাধ্যমে নেতৃত্ব বিকাশে সহযোগিতা করে।লিও ক্লাবের সদস্যরা লিও নামে পরিচিত। তারা সমাজে স্বাস্হ্য সেবা প্রদান,দারিদ্র্য বিমোচন,আত্মউন্নয়ন সহ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ করে থাকে।
বিএসডি/জবি/শ্রেয়সী/এমএম