বর্তমান সময় ডেস্কঃ
নবান্ন উৎসব ঘিরে জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছের মেলা। আজ শনিবার শুরু হওয়া এক দিনের এ মেলা হাজার হাজার মানুষের উপস্থিতিতে জমে উঠেছে।
প্রতিবছরই জেলার সবচেয়ে বড় মাছের মেলা হয় পাঁচশিরা বাজারে। মেলায় থরে থরে সাজানো হয়েছে রুই, কাতলা, মৃগেল, চিতল, সিলভার কার্প, বিগহেড কার্প, বোয়ালসহ বিভিন্ন জাতের মাছ। মেলায় দরদাম করে কেনাবেচা হচ্ছে এক কেজি থেকে শুরু করে ২০ কেজি ওজনের মাছ।
প্রতিবছর অগ্রহায়ন মাসে মাঠ থেকে নতুন ফসল কৃষকদের ঘরে উঠলেই নবান্ন উৎসবের আয়োজন করা হয়। এর মধ্যে অগ্রহায়ন মাসের ৩ তারিখে বসে মাছের মেলা। মেলায় অংশ নেন কালাই উপজেলাসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার মানুষ। উৎসব উপলক্ষে আশপাশের এলাকায় প্রতি বাড়িতে মেয়ে জামাইসহ স্বজনদের আগে থেকে নিমন্ত্রণ করা হয়। জামাইরা শ্বশুর-শাশুড়িকে বড় বড় মাছ কিনে উপহার দেন। বড় মাছ উপহার দিতে পারবেন কোন জামাই, এ নিয়ে চলে জামাইদের মধ্যে প্রতিযোগিতা।
মেলায় ৩০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিগহেড কার্প বিক্রি হচ্ছে। তবে সিলভার কার্প মাছ বেশি বিক্রি হচ্ছে বলে জানা গেছে। প্রকারভেদে রুই, মৃগেল ও কাতলা মাছ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১ হাজার টাকা কেজি দরে।
কালাই পৌরসভার দোকানদার পাড়া মহল্লার জামাই নুর আলম মন্ডল বলেন, শ্বশুরবাড়িতে দাওয়াতে এসেছি। মেলায় বড় একটি মাছ কিনতে আসছি শ্বশুর-শাশুড়িকে উপহার দেব বলে।
মেলায় মাছ কিনতে আসা জিয়াদুল বলেন, অন্য বছরের চাইতে এবারে মাছের দাম বেশি, যা হোক ১৫ কেজি ওজনের একটি কাতল মাছ কিনে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছি।
নওয়াপাড়া গ্রামের কাজল চন্দ্র বর্মন ৮ কেজি ওজনের রুই কিনছেন ৬ হাজার টাকায়। হারুঞ্জা গ্রামের দিলবর হেসেন ৭ কেজি ওজনের একটি বিগহেড কার্প মাছ কিনেছেন ৩ হাজার ৫০০ টাকায়। তারা মেয়ে জামাইসহ নিকট আত্মীয়দের নিমন্ত্রণ করেছেন। আর তাদেরই নতুন চালের ভাত এবং পছন্দের মাছ দিয়ে খাওয়াবেন বলে জানান।
কথা হয় মাছ কিনতে আসা খন্দকার আরিফ, মিজানুর রহমান, রবিউল ইসলামসহ বেশ কয়েকজনের সঙ্গে। প্রত্যেকেই জানান, এবারের মেলায় প্রচুর মাছ উঠেছে কিন্তু দাম অনেকটা বেশি।
মাছ ব্যবসায়ী রুহুল আমীন, নজরুল ইসলাম, এনামুল হক, আনোয়ার হোসেন জানান, মাছের মেলায় প্রচুর লোক সমাগম হলেও বিক্রি সেই তুলনায় কম। তারপরও যেটুকু হয়েছে, সব খরচ বাদে লাভ ভালোই টিকবে।
পাঁচশিরা মাছের মেলার ইজারাদার গোলাম আজম জানান, প্রতিবছর এই মেলাকে ঘিরে এলাকায় উৎসব বিরাজ করে। আজও এর ব্যতিক্রম ঘটেনি। এই মেলায় এবার ৭০-৮০টি স্টলের মাধ্যমে দিন শেষে এখানকার ব্যবসায়ীরা কোটি টাকার মাছ কেনাবেচা করবেন।
কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা বলেন, উৎসবমুখর পরিবেশে প্রতিবছর নবান্ন উৎসবে এখানে মাছের মেলা হয়। মেলাকে ঘিরে সব আয়োজন ও সকল ধরনের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পৌরসভা থেকে যাবতীয় সহযোগিতা করা হয়।
বিএসডি/আরপি