জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী জরুরি প্রয়োজন ছাড়া এই মুহূর্তে বাংলাদেশিদের দেশটিতে ভ্রমণে যেতে বারণ করেছেন। ওমিক্রনের কারণে ভারতে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে তিনি এই কথা বলেছেন।
রবিববার (৯ জানুয়ারি) ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে বুস্টার ডোজ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই বারণ করেন বিক্রম দোরাইস্বামী।
ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যাপারে এক প্রশ্নে তিনি বলেন, আমরা ভিসা সার্ভিস ও সীমান্ত খোলা রাখার চেষ্টা করব। তবে অতি প্রয়োজন ছাড়া এই মুহূর্তে ভারত ভ্রমণে না যাওয়াটাই সবচেয়ে ভালো হবে।
দোরাইস্বামী বলেন, স্থল বন্দর দিয়ে যাতায়াত ও ভিসা কার্যক্রম খোলা থাকছে। তবে আগামী ১১ জানুয়ারি থেকে বিদেশ থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক সাত দিন কোয়ারেন্টিন থাকতে হবে।
ঢাকায় বিদেশি কূটনীতিকদের শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এই কার্যক্রম উদ্বোধনের পর দ্বোরাইস্বামী রোববার অন্যান্য কূটনীতিকদের নিয়ে সেখানে টিকা নেন।
বিএসডি/এসএ