জেলা প্রতিনিধি:
যশোরের ভবদহ অঞ্চলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
রোববার (১০ অক্টোবর) বেলা ১১টায় মণিরামপুর উপজেলার বালিধা-পাঁচাকড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠের জলাবদ্ধতার মধ্যে দাঁড়িয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, যশোর জেলার অভয়নগর, মণিরামপুর, কেশবপুর, খুলনা জেলার ডুমুরিয়া ও সাতক্ষীরা জেলার তালা উপজেলার অন্তর্গত ৮০ হাজার হেক্টর আয়তনের ভবদহ অঞ্চলের পাঁচ শতাধিক গ্রামে ২০ লাখ মানুষের বসবাস। গত কয়েক মাসের ভারি বর্ষণে ভবদহের অধিকাংশ গ্রামে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘ সময়ের জলাবদ্ধতার কারণে বিভিন্ন গ্রামে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।
দ্রুত সময়ের মধ্যে মানবিক সহায়তা প্রদান, জলাবদ্ধতা নিরসনে টিআরএম প্রকল্প চালু, অভয়নগরের আমডাঙ্গা খালসহ জরুরিভাবে হরি-টেকা ও মুক্তেশ্বরী নদী খননের দাবি জানান তারা।
হরি রিভার বেসিন পানি কমিটির সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, মণিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও অভয়নগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লায়লা খাতুন, ভবদহ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার প্রমুখ। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশু থেকে সব শ্রেণির মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে ওই স্কুলের শ্রেণিকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উল্লেখিত বিষয়ের ওপর লিখিত বক্তব্য পাঠ করেন, হরি রিভার বেসিন পানি কমিটির সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান। সম্মেলন শেষে ভবদহের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।
বিএসডি / আইকে